শব্দ নিয়ে খেলি

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

কখনো ভাবুক কখনো আক্রোশ
কখনো চুপচাপ শান্ত মিতভাষী ,
কখনো চঞ্চল নাচে মন ধা ধিন
কখনো ভারি দুঃখী উদাসী,

মুখ বাড়িয়ে ডাকে নয়ন
আয় জুঁই মালতী -মাধবী লতা
আয় দোয়েল -ময়না শালিক
ঘাসফুল আর কলমি লতা,

ডাকতে ডাকতে মেয়েটি ক্লান্ত
ওরা নীড়ে ফিরে যায়,
সাদা কাগজ জুড়ে কবিতা ভুলে
আঁকিবুঁকি আঁকা পরে হায়।

অসহায় মেয়েটি আবার স্বপ্ন দেখে
উঠোন রোদে কবিতার বীজ বুনে যায়
দূর্বল -অপুষ্টি শব্দের চাষে
অনাদরের ট্রেন মাড়িয়ে যায়।

কৌতুক হাসি সর্বত্র মিশে
ভয়ে ভয়ে ডাগর চোখ হাসে,
নির্মল নীলে চাঁদ বাঁকা
ভীষণ সুন্দর বড়ো একা ।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )