পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্য কাউন্সিল সভা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্য কাউন্সিল সভা

বাইজিদ মন্ডল: মথুরাপুর:- দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্য কাউন্সিল সভা। স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান চন্দন কুমার মাইতি স্বাগত ভাষণে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।এছড়াও সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তীর বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক ধারাবাহিকতা বজায় থাকে। এদিন সকাল ১১টায় প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত হলো “মিট দ্য সায়েন্টিস্ট” নামক বিশেষ পর্ব। এই অনুষ্ঠানে প্রাঞ্জল ও আকর্ষণীয় ভাষায় বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন করেন অধ্যাপক সুগত হাজরা, অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় ও অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।এবং ছাত্রছাত্রীদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে এই পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে। দ্বিতীয় পর্বে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্য কাউন্সিল সভার। জাতীয় পতাকা উত্তোলন করেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি,এছড়াও সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি ড. সুবিমল সেন। তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন উক্তবিদ্যালয়ের এনসিসি বাহিনী।সর্বোপরি ড. সেন ছাত্রছাত্রীদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয়ের  রবীন্দ্র অডিটোরিয়ামে শুরু হয় রাজ্য কাউন্সিল সভার মূল অধিবেশন। একইসঙ্গে অন্য একটি সভাঘরে সর্পবিজ্ঞান নিয়ে সচেতনতামূলক প্রদর্শনী করেন সংগঠনের সদস্য, সর্পবিদ নকুল ঘাঁটি ও তাপস হালদার। অনুষ্ঠানের রিসেপশন, আয়োজন, পরিবেশ, খাদ্য ও অন্যান্য পরিষেবা দক্ষ হাতে সম্পন্ন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। তাদের যোগ্য সহায়তা করে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রী স্বেচ্ছাসেব কবৃন্দ।

কাকদ্বীপ থেকে কোচবিহার, উত্তর ২৪ পরগনা থেকে পশ্চিম বর্ধমান,রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে আগত ১৩২ জন প্রতিনিধি এবং প্রায় ২০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার সকাল ৭টায় প্রাতরাশের পর সকাল ৮টা থেকে শুরু হয় রাজ্য কাউন্সিল সভার দ্বিতীয় দিন। এই দিনে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর নিয়োগীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই দিনটির সুষ্ঠু ও সুচারু ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক দল, এনসিসি বাহিনী, সজ্জা ও সাউন্ড সিস্টেম টিম, শিক্ষাকর্মীবৃন্দ, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ। এই আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি জানানো হয়েছে অকুণ্ঠ কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )