
দুর্গাপুর আইএফবি এগ্রো কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- তৃণমূলের শ্রমিক সংগঠন নুরপুর দুর্গাপুর আই এফ বি এগ্র কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন এর প্রতিষ্ঠা দিবস ১ আগষ্ট অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আই এফ বি এগ্রো অফিসের সামনে তৃণমূলের দলীয় সংগঠনের পতাকা উত্তোলন ও স্মারক সম্মেলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি তথা এই সভার সভাপতি অরুময় গায়েন এছড়াও উপস্থিত ছিলেন দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,দুই নম্বর ব্লকের কৃষাণ সেলের সভাপতি নীতিস মদক,সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,দুর্গাপুর আই এফ বি তৃণমূল শ্রমিক সংগঠনের কর্ণধার তথা এই সভার সঞ্চালক আতিকুর রহমান ও নাসির কয়াল,এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, স্বপন আদক,অরিন্দম ঘোষ,আব্দুল মান্নান,দুখু,নুর মোহাম্মদ সহ নুরপুর অঞ্চলের সদস্য ও সদস্যা বৃন্দ প্রমূখ। সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিকের ন্যায্য অধিকার ও তাদের পাশে সর্বদা থাকার জন্য এই সংগঠন বলে জানান এই সংগঠনের কর্ণধার আতিকুর ও রহমান নাসির কয়াল। শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা জানায়,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ যেভাবে একটার পর একটা,প্রত্যেক শ্রমিকের উপর যে চিন্তা ধারা,ও তার মনোভিত্তিক। সেই নির্দেশ মতো আমরা কাজ করে চলছি আনন্দের সঙ্গে,আজও সেরকম কোনো সমস্যা নেই। জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য জানান,আমাদের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের একজন যোগ্য প্রতিনিধি হিসেবে,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর যোগ্য নেতৃত্বে এলাকার সকল শ্রমিকদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার পাশাপাশি,দলের ও এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়ে , যাদের যোগ্য সম্মান পাওয়ার প্রাপ্য, তাদের প্রত্যেকের সেই সম্মান দিয়ে এই তৃনমূল কংগ্রেসকে যে জায়গায় পৌঁছে দিয়েছে। ডায়মন্ড হারবার কে,ডায়মন্ড হারবার মডেল এর পরিণত করেছে। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন, তৃণমূল দল আমাদের এই সংগঠনের সঙ্গে আছে,এবং পর্যবেক্ষক সামিম আহমেদ প্রত্যেকটা কোম্পানির ম্যানেজ ম্যানদের সঙ্গে কথা বলে, প্রত্যেকটা শ্রমিক তাদের ন্যায্য পাওনা পাচ্ছে। এদিন প্রত্যেক শ্রমিকের উদ্যেশে বার্তাদেন,তারা সঙ্গ বদ্ধ হয়ে দলের সঙ্গে থাকলে কোনো অসুবিধা হবে না, দল তাদের সর্বদা পাশে আছে।শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে,এর মধ্যেও আরও কিছু শ্রমিকদের দাবি দাবা আছে, পর্যবেক্ষক সামিম আহমেদ কোম্পানির সঙ্গে কথা বলে আগামীতে যাতে সেই সব পূরণ হয় সেই আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে এই আশ্বাস পেয়ে সকল শ্রমিকরা উৎফলিতো ও খুশি।