মহরা চলছে

জয়া সান্যাল (কলকাতা)

কনসার্ট বাজছে
নাটকের কলাকুশলীরা একে একে উপস্থিত হয়েছে মঞ্চে
অভিনয় দক্ষতার পটুত্বের পরীক্ষায়
উত্তীর্ণ কলাকারদের দেওয়া হবে পুরষ্কার।

মহরায় অভিনয়ের পাঠ নিয়েছে সকলেই
কে কতো খানি নিজের পরিচয় গোপন করতে পারবে
কতখানি মিথ্যা কে সত্য বলে
বিশ্বাস করাতে পারবে অডিয়েন্স মানে
ঐ আমজনতা কে…..

স্টেজের স্পট লাইটের আলোয়
মুখগুলো, বীভৎস রূপের আড়ালে
কি সুন্দর করে সাজিয়েছে নিজেদের
মেকআপের দক্ষতার জুড়ি নেই কোনো।

তুখোড় সংলাপ শুনছে
অডিয়েন্স নামক বোকা আমজনতার দল।
মিথ্যা কে সত্যি ভাবতে ভাবতে
কল্পনার জগতে
বালির প্রাসাদ গড়ছে সমুদ্র সৈকতে।

করোটি গুলো বিক্রি হচ্ছে
খোলা বাজারে
কিছু দান খয়রাতে_ _ _ _
প্রতিশ্রুতির স্বপ্নের তাজমহলে
রামধনুর
কঙ্কাল সার জড়ভরত শরীরে গুলো
ভীষন খিদে নিয়ে
শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে
সামনের ঝোলানো মাংস পিন্ডের দিকে।

মহরার মিথ্যার খসড়ায়
কোনো ভুল নেই
আর হবেও না কখনো কোনোদিনই
করোটি গুলো বিক্রি হচ্ছে
প্রতিশ্রুতির স্বপ্ন দেখতে দেখতে।
মহরায় মশগুল সমাজ সংসার
মেঘের ঘনঘটায় ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )