
বিভিন্ন দাবি নিয়ে জেলা কংগ্রেসের সেবা দলের বিক্ষোভ
সংবাদদাতা: আসানসোল:- মঙ্গলবার দুপুরে আসানসোল পৌরনিগমের সামনে পশ্চিম বর্ধমান কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের অনুপস্থিতিতে মেয়রের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাবার পর তার দপ্তরের দরজায় স্মারকলিপি লাগিয়ে দিয়ে আসেন। আসানসোল উত্তর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি গৌরব রায় জানান প্রত্যেক বছর বর্ষার সময় নোংরা পাণীয় জলের সরবরাহের কারণে অসুস্থ হয়ে যায় অবিলম্বে পরিশ্রুত পাণীয় জলের সরবরাহ করতে হবে, গাড়ুই নদী সহ বিভিন্ন নর্দমা পরিস্কার না হবার কারণে রেলপার সহ আসানসোলের বিভিন্ন জায়গায় জল জমে যায়, রাস্তা মেরামতের কাজ অবিলম্বে শেষ করতে হবে এইসব সমস্যা নিয়ে গতকাল মেয়রকে অগ্রিম জানানো সত্ত্বেও তিনি ইচ্ছাকৃত ভাবে অনুপস্থিত ছিলেন সেইজন্য তার দপ্তরের দরজায় স্মারকলিপি লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে অবিলম্বে কাজগুলো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।