
দূর্গাপূজার আগে রাস্তা মেরামত করা হবে
সংবাদদাতা: আসানসোল:- দূর্গাপূজার আগে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের ভেঙে যাওয়া রাস্তা তৈরী করা হয়ে যাবে বলে জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান বর্ষায় আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ভেঙে গেছে কিছুূূদিনের মধ্যে মেয়র পরিষদের বৈঠক ডেকে ভাঙ্গে যাওয়া রাস্তাগুলো নিরীক্ষণ করে জানাবার পর পূজোর আগে সেসব রাস্তা মেরামত করা হবে, আসানসোল পৌরনিগমের কিছু ঠীকাদারের বিরুদ্ধে কর্মীদের মাইনে দেওয়া নিয়ে অভিযোগ পাবার পর তাদের ব্ল্যাক লিষ্টেড করা হবে যাতে ভবিষ্যতে কোন টেন্ডারে অংশ নিতে না পারে এবং আসানসোল পৌরনিগমের এলাকায় সঠিক সময়ে ও পরিশ্রুত জল সরবরাহ করার জন্য বুধবার মেয়রের সাথে ইঞ্জিনিয়ারদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তাছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান প্রত্যেক বছর পূজার আগে আসানসোল শহর পরিস্কার পরিচ্ছন্ন করার মতো এবছরও শহরের রাস্তা পরিস্কার করা হবে, বৃষ্টির জন্য কিছু রাস্তার কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে কেননা রাস্তার জন্য খরচ করা টাকা নষ্ট হয়ে যাবে বৃষ্টির জন্য।
