ঐতিহাসিক লালপোল সেতুটি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক লালপোল সেতুটি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত মগরাহাট খালের উপর ব্রিটিশ আমলের তৈরি ঐতিহাসিক সেতু লালপোল বেহাল অবস্থায় পড়েছিল। সেই জন্য কোনো কারণবশত বড়সড় দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটি ২০২১ শালে সাধারণ মানুষের চলাচল এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে পাশেই একটি জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে লোহার সেতু নির্মাণ করে দেওয়া হয়। তার পরে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,পূর্ত দফতরের মাধ্যমে পুরোনো লালপোল ভেঙে নতুন করে আবার এই লাল পোলের কাজ শুরু করেন।এটি নির্মাণ করতে প্রায় ১৩ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়, আজ তারই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এখানে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা,দক্ষিন ২৪ পরগনা জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামি,অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ,বিধায়ক পান্নালাল হালদার,দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস সহ প্রশাসনের আরও অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ। ইংরেজ শাসনামলে কলকাতা ও ডায়মন্ড হারবার র মধ্যে সড়ক পরিবহন গড়ে তোলার লক্ষ্যে উনিশ শতকের শেষের দিকে লাল রঙের লোহার এই সেতুটি নির্মাণ করেন,যা লালপোল নামে পরিচিত হয়। জেটি ডায়মন্ড হারবার শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে এই সেতুটি উল্লেখ্যযোগ্য। পূর্ত দফতর সূত্রের খবর ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত লালপোল খালের উপর তৈরি নতুন সেতুটি মঙ্গলবার দিন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতুটি বাইপাস রূপে ব্যবহৃত হবে, যা ডায়মন্ড হারবার শহরের যান চলাচলে গতি আনবে এবং যানজট অনেকটাই কমাবে বলে জানিয়েছেন। ব্রিটিশ আমলে এই খালের উপর একটি ছোট লোহার সেতু ছিল,যেখানে কেবলমাত্র সাধারণ মানুষ হাঁটাচলা করতেন। বড় গাড়ি চলাচলের অনুপযোগী ছিল এই পুরনো সেতুটি।যা দিনের পর দিন সমস্যায় জর্জরিত হয়ে ছিল। এলাকার জনপ্রতিনিধিরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান,অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের পূর্ত দফতরের তত্ত্বাবধানে প্রায় পাঁচ বছর ধরে এই প্রকল্পের কাজ চলে। কোভিড পরিস্থিতির সময় কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরবর্তীতে তা ফের গতি পায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরনো সেতুটি ভেঙে আবারও নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি কপাটহাট থেকে বাইপাস হয়ে লেলিননগর পর্যন্ত সংযুক্ত এই রাস্তাটি এখন বৃহৎ যানবাহনের চলাচলের উপযোগী হয়ে উঠেছে।ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, এই সেতুর মাধ্যমে সময়ের সাশ্রয় হবে, পাশাপাশি শহরের যানজট অনেকটাই সচ্ছল স্বাভাবিক হবে। সেতুটিকে বাইপাস হিসেবে ব্যবহার করা হবে,রাস্তা আরও প্রশস্ত করার কাজও চলছে। এতদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় ছিল গোটা ডায়মন্ড হারবার শহর। শহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতেই এতে গর্বিত গোটা এলাকা।ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ তিনি বলেন আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, নতুন রূপে সজ্জিত হয়ে আবারও লালপোল গড়ে উঠেছে। এটি ডায়মন্ড হারবার শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে এই সেতুটি উল্লেখ্যযোগ্য। এটি নতুন করে নির্মাণের ফলে বহু মানুষের উপকৃত হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )