
দামোদর নদীর উপর রেল সেতুর ভগ্নদশা যে কোন মুহূর্তে বড় দূর্ঘটনার আশঙ্কা
সংবাদদাতা: আসানসোল:- বিভিন্ন জেলা রাজ্যের সাথে সংযোগকারী দক্ষিণ পূর্ব রেলওয়ের দামোদর নদীর উপর রেল সেতুর ভগ্নদশা যে কোন মুহূর্তে যাত্রী বাহী ট্রেন সেতুর উপর দিয়ে যাবার সময় সেতু ভেঙে দামোদর নদীর বুকে ভেঙে পড়তে পারে। সম্প্রতি হিমাচল প্রদেশে সেতুর দেওয়াল ভেঙে পড়াতে যাত্রী বাহী ট্রেন অল্পের জন্যে রক্ষা পায়। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান ছট পূজার সময় দামোদর নদীতে গিয়ে রেল সেতুর জরাজীর্ণ অবস্থা দেখে তিনি সংকিত হয়ে গেছেন সম্প্রতি দামোদর নদীর উপর পিএইচইর জলের পাইপ লাইন নিয়ে যাবার সেতু বালি চুরির কারণে যে ভাবে ভেঙে গেছে তাতে তিনি আরো সঙ্কিত হয়েছেন তিনি রেল দপ্তরকে দামোদর নদীর উপর রেলের সেতুটাকে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চিঠি লিখবেন।
CATEGORIES আসানসোল

