ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে অভিনব পদক্ষেপ নিল আসানসোল পুরনিগম

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে অভিনব পদক্ষেপ নিল আসানসোল পুরনিগম

সংবাদদাতা: আসানসোল:-ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে অভিনব ও পরিবেশবান্ধব পদক্ষেপ নিল আসানসোল পুরনিগম। বৃহস্পতিবার, পুরসভার ৪ নম্বর বরো অফিসের উদ্যোগে প্রায় কুড়ি হাজার গপ্পি মাছ বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 

এই প্রসঙ্গে পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান, পুরনিগমের পক্ষ থেকে এবং বোরো ৪-এর সহযোগিতায় এই গপ্পি মাছ ও তার খাদ্য বিতরণ করা হয়েছে। আসানসোল চার নম্বর বোরো এলাকা ছাড়াও আসানসোলের পুর নিগম এলাকায় বর্ষার কারণে যে সমস্ত এলাকায় জল জমে থাকে সে সমস্ত এলাকায় মশা বেড়ে যায়। ওই জমা জলে সমস্ত মশার ডিম পারবে সেই ডিমগুলোকে যাতে এই গপ্পি মাছগুলি বিনাশ করতে পারে তার জন্যই এই সমস্ত মাছগুলোকে এই জায়গাতে ছাড়া হচ্ছে যাতে ডেঙ্গুর মশার উপদ্রব বৃদ্ধি না পায়। যাতে মশা না বাড়তে পারে তার জন্য আজ এখানে আসা।

স্থানীয়দের বলা হয়েছে যাতে তারা এই মাছগুলি নিজেদের বাড়ির চারপাশের ডোবা, নালা, জলাবদ্ধ জায়গা বা পুকুরে ছেড়ে দেয়। গপ্পি মাছ প্রকৃতিগতভাবে মশার ডিম ও লার্ভা খেয়ে ফেলে, সেই জন্য মশার বংশবৃদ্ধি লোপ পায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )