হারানো দিন
শুভা রায় (কলকাতা)

দিগন্তরেখা ছুঁয়ে আছে আমার গাঁয়ের যে সোনালী ক্ষেত..
কতদিন আমার ছোঁয়া হয়নি তাকে !
সেই মেঠো আলপথে আজও গোধূলি নামে রোজ..
শুধু আমার সেথা যাওয়া হয়নি কতদিন !
খেলার মাঠ থেকে ফেরা হয়নি কতদিন..
এখনো শোধ করা হয়নি তার প্রতিটা ইঞ্চির ঋণ !
শারদ ভোরের শিউলিতলায় ঝরা ফুলেদের সাথে গল্প করা হয়নি কতদিন !
রথের মেলা থেকে মাটির খেলনা বাটি কেনা হয়নি কতদিন !
রোদে দেওয়া ঠাকুরমার তৈরি আচার চুরি করা হয়নি কতদিন !
বাবা মায়ের মুখে “মামনি” ডাক শোনা হয়নি কতদিন !
হ্যারিকেনের আলোয় পড়তে বসা হয়নি কতদিন..
স্কুলে যাওয়া হয়নি কতদিন !
গরমের ছুটিতে আম চুরি করা হয়নি কতদিন !
বাস্তু পুকুর এপার ওপার করা হয়নি কতদিন !
ঘোর বর্ষায় পুকুর উপচে উঠোনের জমা জলে ছোট ছোট মাছ ধরা হয়নি কতদিন !
এমন আরো কত কিছু করা হয়নি কতদিন.. !
আর কি ফিরে পাবো সেই দিন……
কোনোদিন ??
CATEGORIES কবিতা