প্রেম
কৃষ্ণা গুহ (কলকাতা)

অনন্ত প্রেম বয়ে যায় কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার আলিঙ্গনে!!
প্রেম বয়ে যায় আমের মুকুলে, ভ্রমরের গুঞ্জনে।
প্রজাপতি সে ও তো পাখনা মেলে
প্রেম বিলায় এ ফুলে সে ফুলে!!
মিলনের মূহূর্তরা বাঁচে হৃদি বৃন্দাবনে ।
সমুদ্রের গর্জন, পাখির কূজন সেও তো প্রেমে মাখামাখি
নক্ষত্ররা প্রেমে মশগুল জ্যোৎস্না ময় রাতের আকাশ জুড়ে।
বয়স সন্ধি কালে গোপন প্রেম ,ওষ্ঠে চুম্বন, দুরু দুরু বুক -–
তারপর!! কিশোর-কিশোরীর প্রেমে ঢলাঢলি উদ্দাম যৌবন।
একতারাটা হাতে নিয়ে প্রেমানন্দে বাউল গায় জীবনের গান !!
প্রকৃতি, শরীর সবেতেই প্রেম ছড়িয়ে আছে, স্পন্দনহীন শরীর ও প্রেমের স্পর্শ চায়!! প্রজাপতি উড়ে এসে বসে গায়।
নির্জনে একাকী প্রেম আসে সবুজ ঘাসে, বুনো মেঘে ,প্রেম আসে আকাশের তারার মেলায়!!
শিশুর হাসি সেও তো প্রেম বিলায়।
ঝিঁঝিঁ পোকার ডাক আর জোনাকির নাচ
মধুর সুরে তৃণশয্যায়
প্রেম সাজায়।

