ভাঙাচোরা ঘর
অনন্যা চক্রবর্তী (কলকাতা)

ভাঙাচোরা ঘর আমার
তাই- রোদ ঝড় জল আটকায় না কিছুই-
প্রখর তাপে পুড়ছি-পুড়ে ছাই হচ্ছি!
ঝড়ের দাপটে ধূলি কণাগুলো চোখেতে বালি মাখছে, তবুও দেখছি।
অঝোরে ঝড়ছে শ্রাবণের ধারা নয়নে অশ্রু রূপে, তবুও চলছি পথ চলছি!
দু’হাতে ধূলোবালি সরাচ্ছি, জমতে দেব না স্মৃতির স্বরণীতে এক কণা ধূলো আমি, ঝাড়ছি ধূলো ঝাড়ছি।
ভাঙাচোরা ঘর আমার
তাই- রোদ ঝড় জল আটকায় না কিছুই!
মাথায় ছাদের অভাব তবুও হাসি মুখে আকাশ দেখছি।
সূর্য তুমি আমার একার, চন্দ্র তারারা সাক্ষী আছে তার।
তাই তো প্রখর দাবদাহে জ্বলছি শুধুই জ্বলছি।
দহন জ্বালায় মরছি, তিল তিল করে মরছি,
বিচ্ছেদ যন্ত্রণা গায়ে মেখে আমি সমুদ্র সফেনে মিলছি, তবু হাসি মুখে সব দেখছি সব দেখছি।
তোমার ভাঙাচোরা বুকে ঘর আমার, তাই তো বিরহেও সোহাগ মাখছি আমি হাসছি, পথ চলছি!
মিলনের অপেক্ষায় বুক বেঁধে নিয়ে দুঃখের সাগরে ভাসছি, তবু হাসছি আশায় বুক বাঁধছি।।