আসানসোল দক্ষিণ থানার সাফল্য, চুরি যাওয়া ৬০ টা ফোন গ্রাহকদের হাতে তুলে পুলিশ

আসানসোল দক্ষিণ থানার সাফল্য, চুরি যাওয়া ৬০ টা ফোন গ্রাহকদের হাতে তুলে পুলিশ

সংবাদদাতা: আসানসোল:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফিরে পাওয়া প্রকল্পের অধীনে বিগত তিনমাস ধরে আসানসোলের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ৬০ জন মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি এবং আসানসোল দক্ষিণ থানার আধিকারিক। এসিপি সেন্ট্রাল (১) বিশ্বজিৎ নস্কর জানান আসানসোল দক্ষিণ থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি হবার অভিযোগ জমা পড়ে, বর্তমানে পুলিশ প্রশাসনের কাছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায় কিন্তু এখন মোবাইল চোরেরা ফোনের যন্ত্রপাতি আলাদা করে বিক্রি করে দেবার ফলে ফোনগুলো পাওয়া যাচ্ছে না তবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খুব তৎপরতার সাহায্যে ফোনগুলো উদ উদ্ধার করতে পেরেছে। আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুন্ডু জানান অভিযোগ পাবার কিছুক্ষণের মধ্যে তারা ফোনগুলোর হদিস পেয়ে উদ্ধার করতে পেরেছে কিন্তু একসাথে অনেকগুলো ফোন একসঙ্গে সবার সামনে ফেরত দিলে জনগণের মনে পুলিশের উপর ভরসা বাড়বে সেই কারণে তিনমাস পর ফিরে পাওয়া প্রকল্পে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )