চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ …
মৈত্রেয়ী ভট্টাচার্য্য (কলকাতা)

ফেবু জুড়ে শুধু চ্যালেঞ্জ …
এই সব চ্যালেঞ্জের পুঙ্খানুপুঙ্খ খবর পাবেন শুধু আমার কাছে…
আজকের স্থানীয় সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ গুলো আর একবার….
কেউ ফোলো করলে ফোলো বেক করবেন…অর্থ্যাৎ কেউ আপনার পিছু করলে আপনিও তার পিছন পিছন তার বাড়ি অবধি ধাওয়া করবেন
গঠনমূলক মন্তব্য করবেন অর্থ্যাৎ এমন মন্তব্য করবেন যাতে আপনি কিছু গঠন করতে পারবেন… কী গঠন করবেন??? তার আমি কি জানি… চরিত্র ছাড়া বাকি সব কিছুই ট্রাই করে দেখতে পারেন
সারাদিন মিথ্যে কথা বলবেন..
যেমন পাশের বাড়ির খেদি যে তার এঞ্জেল পিঙ্কি গুরুনাম নিয়ে এ পাড়ায় এসেছে… তাকেও কমেন্টে লিখুন Diva বা কেয়া বৌদিদের প্রোফাইলে গিয়ে গঠন মূলক মন্তব্য করে আসুন…
জেনে রাখুন ফেবু তেও ছোটো আইডি বড়ো আইডি হয়… যার পিছনে আপনার থেকে অন্তত একটা লোকও বেশি অর্থ্যাৎ একটা ফলোয়ার ও বেশি সে বড় আইডির মালিক বা মালকিন আর আপনি by default ছোটো
মাথায় ঢুকিয়ে নিন… যতক্ষণ না আপনি ব্যস্ত রাস্তায় টোটো বাইকের ধাক্কা সামলে… ঝড় বৃষ্টি উপেক্ষা করে নাচন কোদন না করছেন বা লাইভ/ভিডিও তে এসে স্নান – খাওয়া/ খোলা পরা না করছেন ততক্ষন আপনি ভাইরাল হবেন এই চিন্তা মাথা থেকে ফুৎকারে উড়িয়ে দিন …ইন ফ্যাক্ট আমিও স্নান করাটা এফবি আর ইউ টিউব থেকেই শিখেছি… আর কি কি শিখেছি বলা যাবেনা কারণ অনেক গুরুজন ও কনিষ্ঠরা আছেন আমার ফেবু তালিকায়… একদিন নন্দন চত্বরে বা কফি হাউসে চা – কফি খাওয়ার নেমন্তন্ন করুন… বলবো নাহয় তখন (pl দুটো বিস্কুট ও আনবেন সাথে )
আগে জানতাম কেউ মন থেকে ভালোবাসা দিলে তাকে ভালোবেসে তার মর্যাদা রাখতে হয়… কিন্তু ফেবু তে শিখলাম গলার শিরা উপশিরা ফুলিয়ে চেঁচিয়ে ভালোবাসা চাইতে হয়… বলতে হয় “আসুন আমার পরিবারে ভালোবাসা দিয়ে যান… আপনি দিলে আমিও দেবো” কেউ কেউ আবার বিজ্ঞাপনের মতো লিখছেন…
*কার কার ভালোবাসা চাই বলুন”
সুতরাং চুপ করে থাকবেন না… একটু রেওয়াজ করে চেঁচান সেই সুমন চাটুজ্জের স্টাইলে “হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে”
অনেকেই দেখছি ফেবু তে গ্রহ নক্ষত্র চেয়ে বেড়াচ্ছে… তা ওগুলো কি তারা খসার মতো আকাশ থেকে পড়বে… গ্রহ নক্ষত্র দিতে পয়সা লাগে ভাই…. অর্থাৎ ভিক্ষার ডিজিটাল রূপ… কেউ খুশি হয়ে উপহার দেওয়া টা তো আলাদা… তাই না??
তাই বলতে হবে… “স্টার দিন… ভগবান আপকা ভালা করে”
আর হ্যাঁ ‘স্টিকার কমেন্ট নৈব নৈব চ… আমার রিচ ডাউন হয়ে যাবে’… না এটা আমি বলিনি… যার আজ নেট রিচার্জ করলে পরবর্তী নেট ৯ দিন নামখানার ন’কাকার বাড়ি নটে শাক আর ভাত খেতে হয় …. তার কাছে ‘রিচ’ শব্দটাই বিলাসিতা মাত্র… ডাউনেই তো তার দিনগত পাপক্ষয়
….. আজকের মতো এই টুকুই … বাকি সংবাদ আবার কয়েক রাউন্ড ফেবু পাড়া বেড়ানোর পর….
নমস্কার