
আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা
সংবাদদাতা: আসানসোল:- সোমবার ১১ ই আগষ্ট আসানসোল দক্ষিণ থানার সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের কর্মী ভানু বোস, আসানসোল পৌরনিগমের বড়বাবু, আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা। শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিচারণ করতে গিয়ে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান মাত্র ১৬ বছর বয়সে ইংরেজ সরকার তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন, ব্রিটিশ সরকারের সন্ত্রাস ও ভারতবাসীদের উপর অত্যাচার বন্ধের জন্য তিনি কিংস ফোর্ডকে হত্যার জন্য তার ঘোড়ার গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন কিন্তু দুর্বাগ্যবশত কিংসফোর্ড সেই গাড়ীতে ছিলেন না তিনি ধরা পড়ে যান এবং ব্রিটিশ সরকার তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন তারপর থেকে ব্রিটিশ সরকারের মনে ভয়ের সঞ্চার ঘটে। ভারতবর্ষ শহীদ ক্ষুদিরাম বসুকে সারাজীবন স্মরণ করবে এবং তাকে মাল্য অর্পণ করে নিজেদের ধন্য মনে করছি।