
টিডিবি কলেজে পাঁচটা পোষ্ট গ্র্যজুয়েট কোর্স বন্ধ করার প্রতিবাদে টিএমসিপির বিক্ষোভ
ফাইনাল এক্সপোজার: রাণীগঞ্জ:- রাণীগঞ্জ টি ডি বি কলেজে হঠাৎ করে পাঁচটা বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বন্ধ করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখান। তৃণমূল ছাত্র পরিষদের নেতা জানান রাণীগঞ্জের টিডিবি কলেজে আটটা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু ছিল তার মধ্যে ইংরেজিতে এম এ, জিওগ্রাফিতে এম এস সি, কেমিস্ট্রি তে এম এস সি, জুওলোজিতে এম এস সি এবং এম কম কোর্স বন্ধ করে দেবার নোটিশ দেওয়া হয়েছে। উচ্চ কতৃপক্ষের কাছে আবেদন শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং নোটিশ প্রত্যাহার করতে।