আসানসোল মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন

আসানসোল মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আজ‌ ১৫ ই আগস্ট।৭৯ তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল।এদেশের বির সন্তানদের  রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। তাই আজকের দিনে মধ্যরাতের থেকেই শুরু হয়ে যায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলনের অনুষ্ঠান কর্মসূচি।

দেশাত্মবোধক উৎসাহ এবং জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন  আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।

মহকুমা শাসক বলেন, আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গর্বের। তবে সহজে এই দিনটি আমরা লাভ করিনি। বহু শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম এবং সেটি আগামী প্রজন্মকে বোঝানোর দায়িত্ব আমাদের। তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে জীবনে ধারণ করার আহ্বান জানান। তিনি আসানসোল বাসির পাশাপাশি সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )