নুনিয়া নদীতে স্নান করতে নেমে ডুবে যায় দশম শ্রেণির ছাত্র

নুনিয়া নদীতে স্নান করতে নেমে ডুবে যায় দশম শ্রেণির ছাত্র


সংবাদদাতা: আসানসোল:- সোমবার সকালে আসানসোল উত্তর থানার রেলপারের ৬/৭ জন ছেলে নুনিয়া নদীতে স্নান করতে গিয়ে একটা ছেলে ডুবে যায়। বন্ধুকে ডুবে যেতে দেখে অন্যান্যরা ভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এবং কাউন্সিলর শ্যাম সোরেন ঘটনাস্থলে আসেন। শ্যাম সোরেন জানান তিনি খবর পান নুনিয়া নদীতে একটা স্কুলের ছাত্র ডুবে গেছে তিনি ও এলাকার বাসিন্দারা নদীতে নেমে খোঁজার চেষ্টা করা হয় পুলিশকে খবর দিলে পুলিশ ডিজেষ্টার ম্যানেজম্যান্টের লোকদের খবর দিলে তারা এসে তল্লাশী শুরু করেছে। খবর পেয়ে নিঁখোজ ছেলের বাবা রেলপারের বাসিন্দা মহঃ আলি আনসারি ঘটনাস্থলে আসেন তিনি জানান তার ছেলে হাজি কদম রসুল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সোমবার স্কুল থেকে পালিয়ে বন্ধুদের সাথে নুনিয়া নদীতে স্নান করতে আসে। তিনি নিশ্চিত নয় তার ছেলে ডুবে গেছে। নদীতে তল্লাশি চলছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )