আসানসোল জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন

আসানসোল জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আজ‌ ১৫ ই আগস্ট।৭৯ তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল।এদেশের বির সন্তানদের  রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। তাই আজকের দিনে মধ্যরাতের থেকেই শুরু হয়ে যায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলনের অনুষ্ঠান কর্মসূচি।

দেশাত্মবোধক উৎসাহ এবং জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। এদিন সকালে জেলা শাসক কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পোন্নামবলম পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গর্বের। তবে সহজে এই দিনটি আমরা লাভ করিনি। বহু শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম। তিনি আসানসোল বাসির পাশাপাশি সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানান।

এদিনের অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নমবলম এস ছাড়াও অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) শুভাষিনি ই, আসানসোল মহকুমা শাসক(সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য,পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, শিশুদের দেশপ্রেমমূলক আবৃত্তি এবং স্থানীয়দের মিলনমেলা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )