শিলিগুড়িতে এআই নিয়ে জমজমাট ইন্টারঅ্যাকটিভ সেশন, আয়োজনে এসআইটি

শিলিগুড়িতে এআই নিয়ে জমজমাট ইন্টারঅ্যাকটিভ সেশন, আয়োজনে এসআইটি

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও ডেটা অ্যানালিটিক্সের (Data Analytics) গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। শিল্প, ব্যবসা, শিক্ষা কিংবা স্বাস্থ্য—প্রায় প্রতিটি ক্ষেত্রেই ডেটা নির্ভর সিদ্ধান্ত ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারলে ভবিষ্যতের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার পাশাপাশি সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং উদ্ভাবনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই বাস্তবতাকে সামনে রেখে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (SIT) আয়োজন করল এক প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ সেশন (Interactive Session), যেখানে আলোচনার মূল বিষয় ছিল ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই সেশনে মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন আমেরিকার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস (Wake Forest University School of Business)-এর বিশ্বখ্যাত প্রফেসর শ্যানন ড্যানিয়েল ম্যাককিন ( Prof. Shannon Daniel McKeen)। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের স্যার জে সি বসু সেমিনার হলে, যা শুরু থেকেই শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহে মুখর ছিল।

প্রফেসর ম্যাককিন সেশনটিতে সহজ ভাষায় ব্যাখ্যা করেন এআই ও ডেটা অ্যানালিটিক্সের মূল ধারণা, এগুলোর বাস্তব প্রয়োগ এবং কিভাবে এসব প্রযুক্তি আমাদের ব্যবসা, প্রযুক্তি ক্ষেত্র এমনকি দৈনন্দিন জীবনকে আমূল পরিবর্তন করছে। নানা উদাহরণ, বাস্তব কেস-স্টাডি ও অভিজ্ঞতা শেয়ার করে তিনি সেশনটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং প্রফেসর রসিকতার ছলে গভীর বিশ্লেষণসহ উত্তর দেন। অংশগ্রহণকারীদের মতে, এই সেশন শুধু নতুন জ্ঞান অর্জনের সুযোগই দেয়নি, বরং প্রযুক্তি ও ভবিষ্যৎ ভাবনার নতুন দিকও খুলে দিয়েছে।

শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজির কর্তৃপক্ষের কথায়, সুদীর্ঘ ২৬ বছর ধরে তাদের প্রতিষ্ঠান শুধুমাত্র প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেই নয়, নৈতিক মূল্যবোধ, গবেষণামূলক চিন্তাভাবনা ও সৃজনশীলতার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক পরিকাঠামো ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সহযোগিতায় শিক্ষার্থীরা কেবল কর্মজীবনের জন্য নয়, বরং সমাজ ও দেশের অগ্রগতির জন্যও নিজেদের প্রস্তুত করে চলেছে। আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা নিঃসন্দেহে এসআইটির অন্যতম বৈশিষ্ট্য ও সাফল্য। পাশাপাশি কর্তৃপক্ষের এও আশ্বাস, এরকম উদ্যোগ ভবিষ্যতেও চলবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )