দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে পরিদর্শনে বিধায়ক ও সাংসদ

দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে পরিদর্শনে বিধায়ক ও সাংসদ

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- সারা রাজ্য জুড়েই চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বৃহস্পতিবার রায়দীঘি বিধানসভার মথুরাপুর দুই নম্বর ব্লকের দীঘির পাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার এর বিশেষ ক্যাম্প। উক্ত ক্যাম্পে দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের কয়েকটি বুথের সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বিধায়ক ডা: অলক জলদাতা ও মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের কাছে তুলে ধরেন। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন মথুরাপুর দুই নম্বর ব্লকের ব্লক আধিকারিক নাজির হোসেন,ব্লক সভাপতি প্রশান্ত সরকার,পঞ্চায়েত সমিতির সহসভাপতি সংকীর্তন শিকারী,জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও চন্দনা হালদার,দীঘির পাড় পঞ্চায়েত প্রধান অশোক কাঁসারি,উপপ্রধান উত্তম হালদার সহ আরো বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ প্রমুখ।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি বুথে প্রায় ১০ লক্ষ টাকার কাজ এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে। এছাড়াও, মুখ্যমন্ত্রীর আরেকটি নতুন প্রকল্প শ্রমশ্রী কে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে একটি আলোচনা সভার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেন জানান উদ্যোক্তারা। সেখানে বিডিও, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয়েছে, প্রকল্পের আবেদন পদ্ধতি বাংলায় অনুবাদ করে রায়দিঘি বিধানসভার প্রতিটি গ্রামে বিলি করা হবে, যাতে মানুষ আরও সহজে এই প্রকল্পে যুক্ত হতে পারেন। সাংসদ বাপি হালদার জানান,আমাদের পাড়া আমাদের সমাধান সত্যিই একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এখানে সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাঁদের সমস্যা জানাতে পারছেন। আর সেই সমস্যাগুলি সমাধানে আমরাও নজর দিচ্ছি। মুখ্যমন্ত্রীকে তিনি এ জন্য ধন্যবাদ,ও কৃতজ্ঞতা জানান। বিধায়ক ডা: অলক জলদাতা তিনি জানান,প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের নানা দাবি ও অভিযোগ শোনেন।প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়,দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই আশ্বাস পেয়ে খুশি উপস্তিত গ্রাম বাসীরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )