
কলেজ পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পশ্চিম বঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের দক্ষিন চব্বিশ পরগনা জেলা শাখার উদ্যোগে ফলতা হরিণ ডাঙ্গা সাধন চন্দ্র মহাবিদ্যালয়ে (কলেজ) প্রায় শতাধিকের মত পড়ুয়াদের নিয়ে এক সচেতনতা মূলক কর্মশালা হয়ে গেল মঙ্গল বার। সাধন চন্দ্র মহা বিদ্যালয়ের আই কিউ এ সি এবং এন এস এস ইউনিট এর সহযোগিতায় এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মহা বিদ্যালয়ের সেমিনার হলে। কর্মশালা হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক তমঘনা ঘোষ,ফুড সেফটি অফিসার ফাহমিদা হোসেন ফলত ও মগরাহাট ব্লক,সাধন চন্দ্র মহা বিদ্যালয়ের প্রিন্সিপাল ড: এস এফ হোক, ডিস্ট্রিক কনজিউমার প্রটেকশন কাউন্সিল মেম্বার গোপাল চন্দ্র মন্ডল,সায়ন শীল চিপ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডায়মন্ড হারবার ব্রাঞ্চ,প্রফেসর সাবিনা ইয়াসমিন সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। পশ্চিম বঙ্গ সরকারের উপভুক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কলেজ পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়, যেমন সেমিনার, ক্যুইজ, সচেতনতা মূলক শিবির স্থাপন ইত্যাদি। এছাড়াও উপস্থিত ফুড সেফটি অফিসার ফাহমিদা হোসেন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক তমঘনা ঘোষ, ব্যবসায়ীদের উপভোক্তা সুরক্ষা অধিকার, ফুড সেফটি ইত্যাদি নানান বিষয়ে কলেজ পড়ুয়াদের সচেতন করেন।ডায়মন্ড হারবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চিপ ম্যানেজার সায়ন শীল,তিনি বলেন কেনো সাধারণ মানুষের ব্যাংক থেকে টাকা প্রতারণা হয়,কি করলে এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচা যাবে সেই সব বিস্তারিত বিষয়ে সচেতন করেন তিনি।এই কার্যক্রম গুলির উদ্দেশ্য হলো কলেজ পড়ুয়াদের তাদের ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষিত করা এবং বাজারে অন্যায্য বা প্রতারণামূলক ব্যবসায়িক কার্যকলাপ চিহ্নিত করতে ও তার বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহায্য করা। এই কর্মশালা পরিচালনা করেন ডিসট্রিক কনজিউমার প্রটেকশন কাউন্সিল মেম্বার গোপাল চন্দ্র মন্ডল।