
প্রত্যেক মাসে বেতন এবং ২৬ দিনের কাজের দাবিতে বিক্ষোভ
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের নির্মল সাথীর স্বাস্থ্য কর্মীরা বেতন এবং কাজের দাবিতে পৌরনিগমের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। আসানসোল পৌরনিগমের ১০৬ টা ওয়ার্ডের ২৭২ জন ঠীকা স্বাস্থ্য কর্নীরা প্রত্যেক মাসে বেতন এবং কাজের দাবিতে বিক্ষোভ দেখান, তাদের দাবি গত মে মাসে তাদের নিযুক্ত করা হয় সেইসময় বলা হয়েছিল তিনমাসের বেতন একসাথে পাবেন কিন্তু চারমাস হয়ে গেলেও তাদের বেতন দেওয়া হচ্ছে না বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে তাদের প্রত্যেক মাসে বেতন দিতে হবে এবং তাদের ২৬ দিন কাজের জায়গায় ২১ দিন করে কাজ দেওয়া হচ্ছে তাদের দাবি পুরো মাসে কাজ দিতে হবে। তাদের দাবি যতক্ষণ তাদের বেতন দেওয়া হচ্ছে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন।

CATEGORIES আসানসোল