
মহানায়ক উত্তম কুমারের ৯৯ তম জন্মদিন পালন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বাংলায় বাঙালির গর্ব ৩ সেপ্টেম্বর মহা নায়ক উত্তম কুমারের ৯৯ তম জন্মদিন উপলক্ষে গোয়ানারা গোবিন্দপুর অষ্টমী নাট্য সংস্থার শিল্পীরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা গোয়ানাড়া গোবিন্দপুর আপু গার্ডেনে শ্রদ্ধাঞ্জলি করলেন। পাশাপাশি অষ্টমী নাট্য সংস্থা যাত্রাপালার সঙ্গে জড়িত ও মাটি মানুষের পাগল ছেলে যাত্রা পালায় যারা অভিনয় করছেন তাদের কেও বিশেষ ভাবে মেনন ও উত্তরীয় পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে নতুন সুতো দিয়ে সকলকে সংবর্ধনা দেওয়া হয়।এই অনুষ্ঠান পরিচালনা করেন অষ্টমী নাট্য সংস্থা যাত্রাপালার সভাপতি অরুময় গায়েন। এখানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন বীরেস চ্যাটার্জি,সৌম সরকার,শুভ দাস,সুমিত কুমার রায়, এছড়াও বাংলা চলচ্চিত্র বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন তারা হলেন,ভাস্কর ব্যানার্জি,সুভায়ু মুখার্জি,ইরানি মুখার্জি,মৌসুমী দাস,মানা গিরি,সুদেষ্ণা মিত্র, গৌতম ঘোষ,শিক্ষা চক্রবর্তী,এবং এই নাট্য সংস্থার যাত্রাপালার লেখক ও নির্দেশক দেবাশীষ মিত্র,অলক লস্কর। অষ্টমী নাট্য সংস্থা যাত্রাপালার সম্পাদক অরিন্দম ঘোষ,সুজন প্রামানিক, তরুণ খাঁড়া,কুমার বরুণ, দেবাশীষ টিকাদার,সৌরভ জানা,দিবাকর জানা,তাপস মিস্ত্রি,বুদ্ধদেব চন্ডি সহ আরো অনেকে। অষ্টমী নাট্য সংস্থা যাত্রাপালার সভাপতি অরুময় গায়েন বলেন, বাংলার জনদরদী রূপকার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এবং ডায়মন্ড হারবার লোকসভার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, বাংলায় বাঙ্গালীর গর্ব মহানায়ক উত্তম কুমারের ৯৯ তম জন্মদিন উপলক্ষে মহা নায়ক কে শ্রদ্ধাঞ্জলি করার পাশাপাশি,অষ্টমী নাট্য সংস্থার যাত্রাপালার মাটির মায়ের পাগল ছেলে যাত্রা পালা এর শুভ মহরত অনুষ্ঠান হয়।

