
শিক্ষক দিবস উপলক্ষ্যে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির আয়োজন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- প্রতিবছরের মতো এই বছরও সারা দেশ জুড়ে ৫ সেপ্টেম্বর ডা: সর্বপল্লী রাধা কৃষ্ণান এর জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়েছিল। এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের মধুর সম্পর্ককে স্মরণ করার দিন। এবার সেই শিক্ষক দিবস উপলক্ষে মিড ডে মিলে ভাত ডাল সব্জির পরিবর্তে পেট পূরণ মহা ভুঁড়িভোজে স্কুল ছাত্র ছাত্রীদের দেওয়া হলো চিকেন বিরিয়ানি। এমনি এক ছবি ধরা পড়লো ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলে পঞ্চগ্রাম প্রমথনাথ হাই স্কুলে।মঙ্গলবার বিদ্যালয়ের প্রায় চোদ্দ(১৪০০)ছাত্র ছাত্রীদের জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই আলাদা অন্যরকম চিকেন বিরিয়ানি। আর সেই সুস্বাদু চিকেন বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার সকল ছাত্রছাত্রীদের মধ্যে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রস্তুত করে। কিন্তু এই মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব আজ কাঁধে নেন উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ হালদার সহ সকল শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ হালদার জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই সেই উপলক্ষে আজ এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এখানে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকারা, তারা বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।