শ্রাবণের গল্প
সুনন্দা হালদার (কলকাতা)

“শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে… তোমারই সুরটি আমার মুখের পরে…”
আকাশ আজ ঘন নীলে ছাওয়া
এসো বিদায়ী শ্রাবণের গল্প করি,
কিছু কথা হোক না অগোছালো
নতুন সুরে ভাঙি আবার গড়ি।
ওই যে দূরের বৃষ্টি ভেজা বন
দেখো কেমন ঝলমলিয়ে হাসে,
অনেক হলো কাটাকুটি খেলা
এবার বসো চুপটি করে পাশে।
মান অভিমান থাক না দূরে পড়ে
মনের অলিন্দে নব সৃষ্টির নেশা,
শিশির ভেজা পথটি দেখ চেয়ে
শিউলি ঝরা ঘ্রাণে বাতাস মেশা।
আজ পদ্মবনে অলির আনাগোনা
নীল সরোবরে কিসের আলোড়ন?
ছন্নছাড়া মন ঘরে ফেরার পালা
মিলন পিয়াসী ব্যাকুল দুটি নয়ন।
কথার পরে সুর তুলে ওই দেখ
উদাসী বাউল বাজায় একতারা,
আবেগী ভালোবাসায় মত্ত দুটি মন
একই হৃদয়ে হোক না আত্মহারা।।
CATEGORIES কবিতা

