আগমনী
সুনন্দা হালদার (কলকাতা)

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
উড়ছে ঘুড়ি আকাশ নীলে,
অসীম সীমায় দিয়ে পাড়ি
মিলবে শরৎ মেঘের দলে।
সবুজ ঘাসে শিশির কণা
শিউলি ঝরা উঠোন বেয়ে,
আর কয়েকটা দিন গোনা
উমার আগমনের পথ চেয়ে।
দিঘির জলে পদ্ম ফোটে
আর কাশের বনে দোলা,
হিমেল সিক্ত আলতো ঠোঁটে
হাসির রেখায় দুঃখ ভোলা।
আসছে উমা বছর পরে
মায়ার সকল বাঁধন ছাড়ি,
খুশির দিনের নুপূর বাজে
বহে আনন্দ ধারা তারই।
আগমনীর এই শুভ লগ্নে,
সাজে মায়ের বাপের বাড়ি,
হই-চই আর মহা হোল্লোড়
আনন্দে মাতি নেইকো আড়ি।
CATEGORIES কবিতা