একটু উষ্ণতা
সারদা ভট্টাচার্য (কলকাতা)

খুব সাধারণ একটা মুহূর্তকে অসাধারণ করেছিলে সেদিন —
আমি ছাদের শেষ কিনারায় মেঘের আঁচল টেনে
হয়েছিলাম নরম নদী ,
তুমি বৃষ্টিতে ভিজে ছলাৎছল লীন
অপলক তাকিয়ে
আমারই দিকে
দু’হাতের মাঝে তুমি হয়ে উঠলে তখন একান্ত বৃষ্টির শব্দ ;
ধুলো , ঝড় সব নিয়ে ..
আজ হোক না আর একবার এমন বৃষ্টি সব ভাসাতে !
প্রাচীনতম অনুভূতির নেশা ছুঁয়েছিল সেদিন —
জীবনের পথ চলা ,
তোমার চোখ থেকে খসে পড়া সংকেতেও ছিল না কোন ভাষা ,
শুধু পথের লাল ধুলো মাখা ভালোবাসা মুড়ে
ছিল সোহাগের আবেশ ,
শরীরে লেগে ছিল স্পর্ধা গড়ার অবাধ্য স্বপ্ন-রেশ ,
আদিম সাহস লুকোনো মনের গোপনে
তুমি যেন হয়ে উঠলে তখন ব্যতিক্রমী ঝড় ;
আমাকে পাগল করার মুগ্ধতা নিয়ে ..
আজ উঠুক না আর একবার তেমন ঝড় সব ওড়াতে !
উজ্জ্বল সজীবতার আকর্ষণে আমিও ছুঁয়ে দিলাম সেদিন —
তোমার শরীর বেয়ে কপাল..
কপাল থেকে ঠোঁট ..
তৃষ্ণার্ত আগুনের সব দায়ভার তুমি তুলে নিলে —
গাঢ় হলো সব ,
উথাল পাথাল ঝোড়ো তুফানিয়া বুকে —
আঙুলের প্রতিটি ডগার উত্তাল মাদকতা —
অতিক্রম করে নিষেধের যাবতীয় সীমা —
মিলনে সিক্ত সব স্তরীভূত ভাঁজ ।
প্রগাঢ় প্রেমের সে মুহূর্ত যেন কানেকানে বলে ;
এ’ হলো জীবনের সংজ্ঞা
ভালোবাসার শব্দহীন শব্দ নিয়ে …
আজ আসুক না আর একবার এমনই তুফান আমার উথালিয়া মন হারাতে ….