রাস্তার পাশে চায়ের দোকানে রক্তদান শিবির করে নজির গড়লেন দোকানের মালিক কাজল বাউরী

রাস্তার পাশে চায়ের দোকানে রক্তদান শিবির করে নজির গড়লেন দোকানের মালিক কাজল বাউরী

কাজল মিত্র: সালানপুর:- বিভিন্ন ক্লাব ও সংগঠন দ্বারা প্রতিবছরই  কোথাও না কোথাও  রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু এবারে দেখা গেল অন্যরকম এক ছবি।ফাঁকা  রাস্তার পাশে একটি চায়ের দোকান যেখানে পথ চলতি বহু মানুষ এসে চা খাবার জন্যে দোকানে এসে দাঁড়ায়। কিন্তু এবারে চা খাওয়ার জন্য নয়, রক্ত দেওয়ার জন্য এগিয়ে এল পথ চলতি বহু মানুষ।

এমনই এক ছবি ফুটে উঠল সালানপুর ব্লকের সামডি থেকে মাদাইচক যাওয়ার প্রধান রাস্তার পাশে একটি চায়ের দোকানে।যে চায়ের দোকানটি প্রায় সকলেরই পরিচিত। যার নাম আমি চা খাব।আর সেই দোকানেই রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লো চায়ের দোকানের মালিক কাজল বাউরী। আর এই রক্তদান শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সালানপুর স্পন্দন ভলেন্টিয়ারী ব্লাড ডোনার সোসাইটি ও আসানসোল জেলা ব্লাড ব্যাংক ।রবিবার বিকেলে রাস্তার পাশে এক দিকে চলছে চায়ের দোকান তার পাশেই রক্তদান শিবির । শুধু রক্তদান নয়, এই রক্তদান নয় পাশাপাশি এখানে বৃক্ষরোপন কর্মসূচিরও আয়োজন করা হয় । যেখানে রাস্তার পাশে বৃক্ষরোপন করা হয়। একই সাথে যারা রক্তদান করছেন তাদের হাতেও একটি করে চারা গাছ শংসাপত্র তুলে দেওয়া হয়।প্রায় ২৫ জন রক্তদাতা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন ।এই মহতী উদ্যোগে সামিল হন এলাকার বহু মানুষ ।

এদিন স্পন্দন সালামপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয় তারা প্রতিবছরের বিভিন্ন ক্লাব ,সংগঠন বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে  এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এবারে চায়ের দোকানের মালিক কাজল বাউরির ডাকে  সাড়া দিয়ে তারা তারই চায়ের দোকানে এসে রক্তদান শিবিরের আয়োজন করলেন । তবে এই উদ্যোগকে  অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

এদিন স্পন্দন সালানপুর ভলেন্টিয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন  শিবময় চৌধুরী ,কল্লোল সরকার ,বিবেক ব্যানার্জি ,অহিন্দ্র মাজি ,অনির্বাণ নন্দী,ললিতা মন্ডল ,সোনালী লায়েক,বর্ণালী মাজি ,দিলীপ ভান্ডারী সহ অনেকে।

অন্য দিকে আসানসোল ব্লাড ব্যাংক থেকে উপস্থিত ছিলেন পম্পা দাস ,পুলক চক্রবর্তি,গৌতম নায়েক ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )