
প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেস্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল:-
প্রতিবছর গ্রীষ্মকালে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি দেখা যায়। এক বোতল রক্তের সন্ধানে রুগীর পরিবার দিশাহারা হয়ে পড়ে। বিজ্ঞান আজও মানুষের রক্তের বিকল্প আবিস্কার করতে না পারার জন্য মুমূর্ষু রুগীকে বাঁচানোর জন্য দরকার হয় মানুষের রক্তের। তাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বিভিন্ন সংস্থা।
তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট দূরীকরনের লক্ষ্যে প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আসানসোলের পি.ডব্লিউ.ডি ইন্সপেকশন বাংলোতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে আড়ম্বরের মধ্য দিয়ে পালিত হলো ১১ তম প্রতিষ্ঠা দিবস। রক্তদান শিবির থেকে মোট ৯১ জন রক্তদান করেন।সংগৃহীত রক্ত আসানসোল জেলা ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অতিরিক্ত জেলা শাসক সুবাসিনী ই, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত সুপার কঙ্কন রায় এবং আসানসোল জেলা ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায়।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি সুরজিত চ্যাটার্জী, সম্পাদক শিশির কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমনা সাহা সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন, পরিস্থিতি উপলব্ধি করে যেভাবে বিভিন্ন সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে তাতে বিষয়টি বেশ উৎসাহব্যঞ্জক। পাশাপাশি নতুন ছেলেমেয়েরা ভয় কাটিয়ে যেভাবে রক্তদান করতে এগিয়ে আসছে তাতে খুব ভাল লাগছে। এরফলে আশাকরি আগামীদিনে রক্তের সঙ্কট অনেকটাই মিটবে। সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা সহ ধন্যবাদ জানান মন্ত্রী মলয় ঘটক।