অভিলাষ

বানী পাল (পাঞ্জাব)

দিবা নিশি কালার বাঁশি
বুকের মাঝে বাস,
প্রেমই আমার অনঘ সুখ
প্রেমই সর্বনাশ।

ভর দুপুরের বাঁশির সুরে
তাকে পাওয়ার আশ,
কৃষ্ণ প্রেমে নিভৃত যাপন
হৃদয়ে তন্দ্রাবিলাস।

কালার সোহাগ এ পূর্বরাগ
অক্ষত বিশ্বাস,
জানি,অঙ্গে কৃষ্ণ অল্পে কৃষ্ণ
স্বপ্নে অভিলাষ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )