শিক্ষক দিবস উদযাপন রবীন্দ্র ভবনে

শিক্ষক দিবস উদযাপন রবীন্দ্র ভবনে

 বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বিংশ শতাব্দীতে দার্শনিক শিক্ষারত্ন আজও এই প্রজন্মের কাছে পথ প্রদর্শক। ৫ই সেপ্টেম্বর সারা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে উৎযাপন করা হয়। ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে প্রাক্তন ও নতুন প্রজন্মের শিক্ষকদের নিয়ে আজকের সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপিত হলো, ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর আহবানে, ডায়মন্ড হারবার সুধীজনের তত্ত্বাবধানে বিধানসভার মধ্যে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকাকে মঞ্চে তুলে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিলেন। এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক তথা এই অনুষ্ঠানের সভাপতি পান্নালাল হালদার, আই সি অমরজিত বিশ্বাস,ডায়মন্ড হারবার সংগঠিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমহিনী বিশ্বাস, এই অনুষ্ঠানের চঞ্চালক শশাঙ্ক পুরকাইত,রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য ও জাহির আব্বাস, শিক্ষিকা মিতা কাঞ্জি,প্রাক্তন শিক্ষক বেণুজিৎ পূরকাইত,আবু তাহের সহ  অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। শিক্ষার পথপ্রদর্শক দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রামাণ্যচিত্র দেখানো হয় কিভাবে এক গরীব ব্রাহ্মণ ঘরের সন্তান কিভাবে বিশ্বের দরবারে শিক্ষার আলোয় আলোকিত করে সমাজ তৈরীর কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষককে স্বারক ফুল মিষ্টি দিয়ে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। শুধু ভারতবর্ষের গর্ব ছিলেন না সারা বিশ্বের কাছে যেভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় তার প্রয়াস চালিয়েছেন। আজকের রবীন্দ্র ভবনে শিক্ষক দিবসের মঞ্চে তুলে মহকুমার মধ্যে স্কুল ও মাদ্রাসা বোর্ডে প্রথম থেকে দশম পর্যন্ত রেঙ্ক করা কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তারা যাতে আগামী দিনে শিক্ষা সমাজের কারিগর হয়, উপকারে আসতে পারে এজন্য তাদের আশীর্বাদ করলেন মঞ্চে উপস্থিত শিক্ষকরা‌।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )