চেনা পথ, অচেনা জীবন

শুক্লা সরকার (কলকাতা)

কবিতায় না এলে আমি চিনতাম না, কোনটা বন্ধু,
শত্রু, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েনের দ্বন্দ্ব।
এখন বৃষ্টিতে, হাওয়া-বাতাসে নতুনত্ব এসেছে,
কত সহজে বদলে যাচ্ছে জীবনের চেনা পথ।
অক্ষরের সাথে থাকতে থাকতে হয়ে উঠলাম
অব্যক্ত অনুভূতিমালার অভিমানী আখরবন্ধু।
কেউ হেসে ওঠে খল খল, কেউ তাদের গল্প বলে
সন্তানসন্ততির কাছে, কেউ কেঁদে মন হাল্কা করে নিজের কথায়, আমি বলি আমার কবিতার গল্প।
গোলাপী কাঁচের বয়ামে যা, যা ভরে রেখেছিলাম,
আমার সেই শৈশব, কৈশোর, যৌবনের ক্লোরোফর্ম,
আজ দিন যাপনের পদাবলী, শুধু সখ্যের সম্পর্ক।
মানুষ বড় অহংকারী, চায় এক আকাশ আধিপত্য
ঈশ্বরের মতো ধূর্ত প্রতিদ্বন্দ্বীর সাথেও লড়াই করে।
কিছুকিছু স্বপ্ন কেন যে অকারণে রক্তক্ষরণ ঘটায়,
দিনান্তের রঙে ক্লান্ত গোধুলির ছায়া কেঁপে ওঠে,
জ্বলে ওঠে যাপনসন্ধ্যার আরক্তিম ভালোবাসা।
কবিতার ভাষায় চিৎকার করে বলতে পারি আমি,
বন্ধু, যুদ্ধ থেমে গেছে, আর ভয় নেই এবার শোনো!
সবাই পাবে রুটি, জল আর একমুঠো ভালোবাসা,
কবিতা যেন আমার শৈশবের স্মৃতি,অষ্টাদশীপ্রেম,
যৌবনের সম্পত্তি,আর বার্ধক্যের শ্রেষ্ঠ অহংকার।
এতকিছুর পরেও সহজপাঠের পড়াটা মনে এলো,
কবিতা আমার মনের আয়না, ভীষণভাবে ঠুনকো,
মানুষের কথা লেখা থাকে,মানুষের সুখের কথা ও
মানুষের দুখের কথা,ভালোবাসারকথা লেখা থাকে।
মানুষের স্বপ্ন এখন অন্তর্জালে আবদ্ধ, সে হোকনা,
সে শৈশবী সন্ধ্যাজীবন প্রত্যয়ী স্বপ্ন দেখায় আমায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )