
৬০ হাজার মায়েদের হাতে নতুন বস্ত্র উপহার দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
ফাইনাল এক্সপোজার: পাণ্ডবেশ্বর:- আজ থেকে শুরু হল পাণ্ডবেশ্বর বিধানসভার ৬০০০০ মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা। মঙ্গলবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার কমিউনিটি হল ও কেন্দ্রা ফুটবল মাঠে আয়োজিত হল বস্ত্রদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাণ্ডবেশ্বর বিধানসভার ১২ টি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পূজা প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে। আজ গৌরবাজার পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন, এবং কেন্দ্রা এলাকার ৫০০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র উপহার দেয়া হয়। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে। তারই শুভ সূচনা হল আজ থেকে। শাড়ি দেওয়াটা বড় কথা নয়, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা।