ওদের জন্যই আমরা
মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

“ওরা কাজ করে”, ওরাই করে
যুগ যুগ ধরে ঘরে ও বাইরে,
ওদের জন্য শাহজাহান মহান
স্থাপত্য সৌধ ওদেরই নির্মাণ।
কারখানা থেকে খেত-খামার
ওরা না থাকলে হবে ছারখার;
যোগ্যতা কী তোমার আমার?
ওরা না খাটলে সবই বেকার।
বড়োলোকেরা মুখে বাঘ মারে
মুখের কাছে এরাই খাবার ধরে;
“জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ”,
মধু যোগান থেকে চন্দন কাঠ,
মাছ ধরা থেকে শিকারীর মাচান,
বালি তোলা বা কয়লার খাদান,
পেটের তাগিদে ছুটে যায় ওরা
শ্রমের মূল্য কী ঠিক পায় তারা?
ওরা মোট বয়, ড্রেন সাফা করে,
বাদ্যযন্ত্রের নানা সরঞ্জামও গড়ে,
গহনায় নানা কারুকাজও করে,
হোটেল রেস্তোরাঁয় ওরা খেটে মরে;
ছোটো বড়ো কাজ ওরাই বেশি করে
বড়োই অভাব আজও ওদের ঘরে।
সবাই যখন মে-দিবস পালন করে
অসংগঠিত শ্রমিকেরা শুধু খেটে মরে।
CATEGORIES কবিতা

