খোলামুখ খনিতে জল ঢুকে বিপত্তি অল্পের জন্য রক্ষা পেল খাদানে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক

খোলামুখ খনিতে জল ঢুকে বিপত্তি অল্পের জন্য রক্ষা পেল খাদানে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক

কাজল মিত্র: সালানপুর :- কয়লা খনিতে আচমকা সুড়ঙ্গপথে জল ঢুকে পড়ার এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খনি এলাকায়। ঘটনাটি সম্পর্কে সালানপুরের গৌরান্ডি ভাটাস খোলামুখ খনির অভ্যন্তরের একটি সুড়ঙ্গ দিয়ে ধীরে ধীরে জল লিক করতে করতে এসে পড়ে মূল খোলামুখ খনিতে। সেই সময় সেখানে কয়লা উত্তোলনের কাজ চলছিল। হঠাৎ করে প্রবল জলের চাপে থমকে যায় যন্ত্র,আটকে পড়েন মেশিনচালক। শ্রমিকেরা প্রাণপণে চিৎকার করে সতর্ক করেন বাকিদের। যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আতঙ্কিত শ্রমিকেরা প্রাণ বাঁচাতে খনির বাইরে দৌড়চ্ছেন।

যদিও শেষপর্যন্ত কোনও বড় দুর্ঘটনা ঘটেনি বলে দাবি খনি কর্তৃপক্ষের। কিন্তু খনির অভ্যন্তরে জল ঢুকে পড়া এবং সেই সময় একজন চালক আটকে পড়ার ঘটনাকে হালকা ভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ‘‘এটা একটা বড় অ্যালার্ম সিস্টেম। অল্পের জন্য বেঁচে গিয়েছে সবাই। কিন্তু একই ঘটনা বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারত।’

তবে স্থানীয়রা মনে করছেন বেশ কয়েকদিন ধরেই আসানসোল-সহ সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি চলছে। খনি এলাকার মাটির নিচে জলস্তর বেড়ে যাওয়ায় সুড়ঙ্গে জলচাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে খনির পরিকাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল কেন,। এমনকি, কেন্দ্রীয় সরকারের আওতাধীন খনিতে এই ধরনের জল ঢোকা রুখতে কোনও আধুনিক প্রযুক্তি বা অ্যালার্ম সিস্টেম ছিল না কি? থাকলে সেটা কার্যকর হল না কেন?

স্থানীয় কিছু শ্রমিক  জানিয়েছেন, খনির ভিতরে জল ঢোকার সমস্যা নতুন নয়। আগেও একাধিকবার এমন ঘটেছে। কিন্তু এবারে যে ভাবে জলস্রোতের মতো তা ঢুকে পড়ল, তা আগে দেখা যায়নি। খনির মধ্যে থাকা ড্রেনেজ ব্যবস্থা কতটা সচল, তাও নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে এবিষয়ে ভাটাস কয়লা খনির এজেন্ট ম্যানেজার  এর সাথে যোগাযোগ করা যায়নি পরে সালানপুর এরিয়া জিএম ওয়াই পি কে সিং কে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই ধরনের কোন ঘটনার কথা তার কানে এখনো আসেনি ।তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছে সেটা কোন কয়লা খদনের তা স্পষ্ট নয় ।

তবে প্রশ্ন যেই খাদানেরই হোক না কেন খোলা মুখ খনি গুলিতে নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকার কারণে প্রায় এরকম দুর্ঘটনা ঘটতে থাকে যার কারণে বহু শ্রমিক মারা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )