আমরা বাঙালি

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

এপার বাংলায় ওপার বাংলায়,
বাংলা-ই মাতৃভাষা,
একই ভাষাতেই আমাদের সব
অনুভূতি হয় চষা।

দেশ, কাল, ধর্মীয় অজুহাতে
ভাঙা যায়নি অস্তিত্বকে,
বাঙালির রক্ত বিপদে পড়লে
বাঙালির রক্তই ডাকে।

সবাই জানে আপামর বাঙালির
চাহিদা ভীষণ অল্প,
সমস্ত জটিল পরিস্থিতি কাটিয়ে
জমিয়ে করি গল্প।

খাদ্যরসিকও আমরা বাঙালি
ভাতঘুম ভালোবাসি,
আধপেটা খেয়েও সবার সামনে
প্রাণ মন খুলে হাসি।

তাই হয়তো অনেকে ভেবে নেয়
বাঙালিরা বেজায় দূর্বল,
ইতিহাসের পাতা সাক্ষী আছে
বাঙালির সাহস, মনোবল।

হৈ-হুল্লোর, হাসি, ঠাট্টা-তামাশায়
ঘুমিয়ে আছে যে মনটা,
পিঠ যদি ঠেকে যায় এই বাঙালির
ঘুরে যেতে পারে কেসটা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )