এক স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে গ্রামীণ মহিলাদের সাহায্য

এক স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে গ্রামীণ মহিলাদের সাহায্য

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সাবলম্বী করার চেষ্টায় সোনার তরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনষ্টিটিউশন এর পক্ষ থেকে ২০,২১,২৩ সেপ্টেম্বর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মশালার আয়োজন করা হয়। এদিন সোনার তরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনষ্টিটিউশন এর সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার সেই বিষয়ে তিনি জানান,আমার গ্রামীণ মহিলাদের  সবলম্বি করার লক্ষ্য বিভিন্ন কর্মসূচি করে থাকি। পাশাপাশি ২০,২১,ও ২৩ সেপ্টেম্বর এই তিনদিন সোনার তরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনষ্টিটিউশন এর পক্ষ থেকে ২৫ জন আদর্শ পুষ্টি বাগানীদের এবং ৯ জন আই এফ এস,বাগানিদের মধ্যে বিভিন্ন ধরনের শীত কালীন সবজি বীজ ও জৈব সার তৈরির পদ্ধতি উপকরণ বিতরণ করা হয়। এছড়াও ৬০ জন মহিলাদের প্রায় ১৩ শো মুরগির বাচ্চা ও মুরগির খাবার সঙ্গে ওষুধ বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এর উদ্দ্যেশ্য হলো গ্রামীণ দিন আনা দিন খেটে খাওয়া মহিলারা যাহাতে স্থায়ী জীবন জীবিকার নিমিত্তে এগুলো বিশেষ সহায়ক হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )