
টিএমসিপি র উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবসে রক্তদান কর্মসূচি
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- জাতীয় চিকিৎসক দিবস প্রতি বছর ১জুলাই পালিত হয়। যা ডাক্তারদের নিষ্ঠার প্রতি সম্মান প্রদর্শন করে। বলা হয় যে এই দিনটি উদযাপনের জন্য ১জুলাই তারিখটি বেছে নেওয়া হয়েছিল। কারণ,এই দিনে অর্থাৎ ১জুলাই ১৮৮২ সালে ভারতের বিখ্যাত চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম হয়েছিল। এবং তিনি ১৯৬২ সালের ১ জুলাই মৃত্যুবরণ করেন। আর সেই ডাক্তারদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচীর আয়োজন করা হয়। যখনই আমরা অসুস্থ হই,তখন প্রথমেই আমাদের মনে আসে একজন ডাক্তারের নাম।ডাক্তারদের সৃষ্টি কর্তার দ্বিতীয় রূপ বলা হয়ে থাকে। কোনও সন্দেহ নেই যে সৃষ্টি কর্তা আমাদের জীবন দেন। কিন্তু এটা অস্বীকার করা যাবে না ডাক্তাররা আমাদের আবার নতুন জীবন দেওয়ার জন্য কাজ করেন। ডাক্তাররা আমাদের সবচেয়ে বড় রোগ থেকে মুক্তি দেন। জীবনকে সহজ করার জন্য,শরীরের সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।রোগ থেকে দূরে থাকলে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। ডাক্তাররা আমাদের রোগ থেকে দূরে রাখেন। আজকের সময়ে, বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা কোনও না কোনও রোগে ভুগছে। এমন পরিস্থিতিতে,ডাক্তাররাই আমাদের একমাত্র ভরসা। ডাক্তারদের সম্মান জানাতে এবং তাঁদের কাজের প্রশংসা করার লক্ষ্যে প্রতি বছর ১জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। আর এই চিকিৎসক দিবস উপলক্ষে এদিন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদস্য বৃন্দ এবং ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টিএমসিপি ইউনিট এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন,দিলীপ মন্ডল রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর পশ্চিম বঙ্গ সরকার,ড: সাদিক মালিক প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ,ড: তন্ময় কান্তি পাঁজা এম এস ভি সি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,বিধায়ক পান্নালাল হালদার,পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজস্ত্রী দাস,পূর্তকর্মধ্যক্ষ সন্দ্বীপ সরকার,ড: উমা চক্রবর্তী,শুভদীপ চক্রবর্তী জেলা সভাপতি পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডা: আকবর হোসেন,অয়ন চক্রবর্তী, শ্রীবেন্দু রায়,যুব সভাপতি মিজানুর রহমান সহ পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ।