
জাতীয় সেবা প্রকল্প দিবস উদযাপন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ফকির চাঁদ কলেজে সাড়ম্বরে পালিত হলো জাতীয় সেবা প্রকল্প দিবস (NSS DAY)। মূলত চব্বিশে সেপ্টেম্বর এই দিবস পালিত হয়। এদিন NSS স্বেচ্ছাসেবকরা শপথ গ্রহণ, সমাজ সেবামূলক কাজের তাৎপর্য আলোচনা করা, সচেতনতামূলক র্যালি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা এবং শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফকির চাঁদ কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS) ইউনিট এবং *মেরা যুবা ভারত, ডায়মন্ড হারবার*–এর যৌথ উদ্যোগে একই কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান *“Flagship Scheme for Youths”*। এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করা হয়। এদিন এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর কলেজ ফর উইমেন এর অধ্যাপক ড. অর্ণব কয়াল, যিনি বিশদভাবে যুব সমাজের জন্য নেওয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীরা অনুপ্রাণিত হয়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের এনএসএস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপিকা ডঃ অনুসূয়া পাল, অধ্যাপক দিলীপ মুর্মু, অধ্যাপক কালাচাঁদ শেখ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ প্রমুখ।উভয় কর্মসূচি কলেজের ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহিত করেছে সমাজসেবামূলক কাজে যুক্ত হতে এবং ছাত্র-যুব সমাজকে জাতি গঠনের কাজে সক্রিয়ভাবে এগিয়ে আসতে। কলেজ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে যাতে ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়িত্ববোধ আরও গভীর হয়।

