
প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে প্রেস কর্নারের উদ্যেগে রক্তদান কর্মসূচী
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- শুধু খবর করা নয়, বছরভর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্ট সাংবাদিকরা। গ্রীষ্ম শুরু হতেই চারিদিকে রক্তের সংকট। একফোঁটা রক্ত পেতে এই ব্লাড ব্যাঙ্ক থেকে ওই ব্লাড ব্যাঙ্কে ছুটতে হচ্ছে মুমূর্ষু রোগীর পরিবারকে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সাংবাদিকরা। রবিবার ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে ও ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের রক্তের প্রয়োজন মেটাতে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে এই শুরু হয়। ডায়মন্ড হারবার (জেলা পরিদর্শন কুঠির)প্রেস কর্নারের প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় ৭৫ জন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে,মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,সরিষা মহিলা কলেজের রেজিস্টার সৈয়েদুর রহমান, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা সমাজসেবী সামিম আহমেদ,জেলা মহিলা সভানেত্রী মনমোহানি বিশ্বাস,ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার পুলিশ প্রশাসন,সহরার হাট নার্সিংহোমের কর্ণধার জাহিরুল ইসলাম, কুলপি বিধায়ক যগরঞ্জন হালদার,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের চঞ্চালনা করে শিক্ষিকা মৃতা কাঞ্জি।এই রক্তদান কর্মসূচি সফল করতে এবং সকল সংবাদিকদের উৎসাহ দিতে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছিলেন,স্থানীয় দলীয় নেতৃত্বদের মারফত। এদিন সেই শুভেচ্ছা বার্তা পাঠ করেন মৃতা কাঞ্জি। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই রক্তদান উৎসব সমাপ্তি ঘটে।
