পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাল শতাধিক মহিলা

পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাল শতাধিক মহিলা

কাজল মিত্র: জামুড়িয়া:- আবারও পানীয় জলের  দাবিতে বিক্ষোভ দেখাল আসানসোল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের রাণীসায়ের কয়েকশো এলাকাবাসী।

এদিন তারা গাছের ডাল, পুলিশের ভেঙ্গে পড়া ব্যারিকেট,ও জলের পাত্র রাস্তার মাঝে রেখে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করল ।

 বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে তাদের, তাদের এলাকায় যে সকল পানীয় জলের কল রয়েছে সেগুলিতে জল দীর্ঘদিন ধরে আসছে না, আজ যে সকল ট্যাঙ্কারে করে তাদের এলাকায় জল দেওয়া হয় সেই ট্যাংকারগুলিও নিয়মিত আসে না, এর জেরে এলাকার কুয়ো থেকে জল খেতে বাধ্য হয়েছে তারা,আর এর জেরে অনেকেই পেটের অসুখ সহ অন্যান্য অসুখেও ভুগছে, এনিয়ে বারংবার ওয়ার্ড কাউন্সিলর ও বোর দপ্তরের চেয়ারম্যান কে জানিও কোন সুরাহা না মেলায়, বুধবার তারা সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পথ অবরোধ  দেখাতে বাধ্য হয়েছে বলেই দাবি করেছেন। তাদের দাবি অবিলম্বে তাদের যে সকল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় পর্যাপ্ত পানিয় জল সরবরাহ করতে হবে, আর যে সকল ট্যাংকার গুলি করে তাদের জল সরবরাহ করা হয়, তার সংখ্যা বাড়িয়ে তাতে করে নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে।

এই দাবি করেই তারা পুলিশ প্রশাসনের কাছেও তাদের ক্ষোভ উগরে দেয়। পরে এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষের সঙ্গে ও জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে, এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )