জীবনের মতো

অনুভা সরকার (বাঁকুড়া)

শব্দের গায়ে কাটাকাটি
মনের ঘরে অনেকটা রাখি।
সে তো আমার গল্প গাঁথা
তুমি না হয় দিলে তাকে ফাঁকি।
তাতে খুব কি ক্ষতি?

আমার খেয়ালে আমি ভাসি
তাকে আমি প্রাণে রাখি।
যেতে পারো সেখান থেকে
এ তোমার কর্ম নয় মোটে।

কত আধুনিকতা এলো গেলো
কোনটা আধুনিক আমায় বলো?
প্রাণ নেই তাতে আছে শব্দ খানি
বাঃ,বাঃ বহরে সেটাই দামি!

যারা বোঝে তারা জানে
মনের ঘরে মাধুরী আনে।
সোজা কথা সোজা ভাবে
জীবন যেমন প্যাঁচালে তাকে!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )