আমি না হয় বৃষ্টি হবো

সুনন্দা হালদার (কলকাতা)

পথ চলা বেঁকে গেছে দুদিকে
সেতু তাই পড়ে শুধু একলা,
চুপি চুপি কথা বলে বাতাসে
বিরহ এঁকে যায় অবেলা।

একলা আকাশ কিছু বোঝে না
মন খারাপের কি যে কারণ,
থরে থরে মেঘ জমে বুকেতে
বৃষ্টিতে হবে বুঝি নিবারণ।

সেতুটা গুনে যায় সেই ক্ষণ
ধুলো মাখা দুই হাত বাড়িয়ে,
মেঘেদের উড়ো চিঠি আকাশে
নিষেধের সব সীমা ছাড়িয়ে।

ফিরে যদি আসে সে কখনো
মেঘবালিকা বেশে উজানে ভেসে,
ভাসিয়ে দিও সাজানো তরী খানি
চেনা পথে, কোন অজানা দেশে।

বৃক্ষ ছায়া পায় কি সবাই?
কলমি লতা তাই নুজ্য ভূমিতে,
“আমি না হয় বৃষ্টি হবো” তখনও
অঝোরে ঝরে পড়ার সুখেতে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )