
ছট ব্রতীদের হাতে পূজা সামগ্রী তুলে দিলেন সমাজসেবী রামচন্দ্র সাউ
সংবাদদাতা: সালানপুর:-
ছটপূজা উপলক্ষে আসানসোলের সালানপুর ব্লকের কল্যানেশ্বরী এলাকার বাসিন্দা তথা সমাজসেবী রামচন্দ্র সাউ নিজ উদ্যোগে লেফ্ট ব্যাংক নিজ বাস ভবনে এলাকার ছটব্রতীদের হাতে ছট পূজার সামগ্রী তুলেদেন।প্রায় ৮০জন ছট ব্রতীদের ছট পূজার সামগ্রী তুলে দেওয়া হয়।পূজা সামগ্রিক নিজের হাতে তুলেদেন সমাজসেবী রামচন্দ্র সাউ ও তার পরিবারের সদস্যরা।তাছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী।রামচন্দ্র সাউ বলেন প্রত্যেক বছরের মত এই বছরেও ছটব্রতীদের হাতে ছট পূজার সামগ্রী তুলে দেওয়া হলো।ভগবান আমাকে দিচ্ছে তাই আমি ওদের দিচ্ছি।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন পরিবারের সদস্য তথা দেন্দুয়া পঞ্চায়েত সদস্যা গুড়িয়া দেবী,বিজয় সাউ,মিনা দেবী,বিল্টু সাউ,অজয় সাউ সহ আরো অনেকে।


CATEGORIES আসানসোল

