
জেলা সভাপতি ও আসানসোল দক্ষিণ বিধায়কের আশ্বাসে অনশন প্রত্যাহার পবন সিং এর
কৌশিক মুখার্জী: কুলটি:-
আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১০৪ নম্বর ওয়ার্ডের শাকতোড়িয়া অঞ্চলে গত ২৯শে জানুয়ারি ঐ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পবন কুমার সিং ঋণ নিয়ে নিজের বাড়ি তৈরী করছিলেন। সেই বাড়ি জে সি বি দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য্যর বিরুদ্ধে। এর পর পবন কুমার সিং ও তার স্ত্রী চলতি মাসের গত ১৮তারিখ অনশন মঞ্চ তৈরী করে অনশনে বসেছেন ন্যায় বিচারের দাবিতে।তবে বিজেপি নেতা পবন কুমার সিং বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।তবে ঘটনার খবর পেয়ে অনশন মঞ্চে যান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, তাঁদের সাথে কথা বলেন আশ্বাসদেন এবং গ্লাসে করে জুস তুলেদেন ও জুস্ পান করে অনশন ভাঙার জন্য আবেদন করেছিলেন সেই দিন সন্ধায় পাঁচ জনের বিজেপির এক প্রতিনিধি দল এসে দেখা করেন কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব না আসা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যান। আজ বিকেলে আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির সাধারণ সম্পাদিকা আগ্নিমিত্রা পাল কুলটির বিধায়ক সহ বিজেপির নেত্রী অনশনরত পবন সিং এর সাথে দেখা করেন এবং ঘটনার যথাযোগ্য ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে পবন সিং অনশন প্রত্যাহার করেন।