
অবৈধভাবে গাড়ী পার্কিং ও দোকানের বিরুদ্ধে ট্রাফিক দপ্তরের অভিযান
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- আসানসোল শহরকে যানজট মুক্ত করতে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের থেকে বিশেষ উদ্দ্যোগ নেওয়া হয়েছে, জিটি রোডের উপর যত্রতত্র গাড়ী লাগানো, দোকানদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রায়শই বিশেষ অভিযান করে অবৈধভাবে নো পার্কিং জোনে গাড়ী লাগানোর অপরাধে জরিমানা ধার্য করা হচ্ছে সাথে দোকানদারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শুক্রবার ট্রাফিক দপ্তরের আধিকারিকরা আসানসোলের গীর্জা মোড় থেকে হটনরোড হয়ে পুরনো আশ্রম মোড় পর্যন্ত বিশেষ অভিযান করা হয় নো পার্কিং জোনে গাড়ী লাগানোর অপরাধে জরিমানা ধার্য করা হয়েছে এবং দোকানদারদের সাবধান করা হয়েছে।

CATEGORIES আসানসোল