মমতাকে বেলাগাম আক্রমণ, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব

মমতাকে বেলাগাম আক্রমণ, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব

নিজস্ব সংবাদদাতা: দূর্গাপুর:- যতই বিধিনিষেধ জারি করা হোকনা কেন তাতে যে তার কিছু যায়-আসেনা সেটা আবার প্রমাণ করে দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারের ফাঁকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা শারদ পাওয়ারের পর দেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা ব্যানার্জ্জীর প্রতি বেলাগাম আক্রমণ করে তিনি বলেন,- 'বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।' প্রত্যাশামত দিলীপ ঘোষের এহেন মন্তব্যের জন্য তুমুল প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলব কিনা, সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। তিনবারের মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা রেলমন্ত্রী সহ একাধিক মন্ত্রকের দায়িত্বভার যিনি সামলেছেন তাঁকে যে ভাষায় আক্রমণ করলেন তারজন্য বাংলার মানুষ আপনাকে ঘৃণা করে।শুধু মৌখিক প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি, দিলীপ ঘোষের বিরুদ্ধে মঙ্গলবারই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানায় তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে চিঠিতে অভিযোগ করা হয়েছে, দিলীপ ঘোষ শুধুমাত্র যে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তা নয়, তাঁর চরিত্র নিয়েও খারাপ মন্তব্য করেছেন যা নির্বাচনী বিধি লঙ্ঘন করে। একই সঙ্গে দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে। কমিশন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )