
ডাব চুরি করতে এসে রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- শখ করে ডাব পারতে এসে,সে আর হলো কোথায়,ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত এক ব্যক্তি। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গাছের গোড়ায়,এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ডায়মন্ড হারবার থানার কপাট হাট এলাকার। স্থানীয় সূত্রে পাওয়া খবর বছর পঞ্চাশের মৃতব্যক্তির নাম শাহ আলম শেখ,পারুলিয়া কোস্টাল থানার জয়দেবপুর গ্রামের বাসিন্দা। সে ডাব বিক্রি করত বলে জানান স্থানীয় এলাকা বাসীরা। পুলিশ সূত্রে খবর ডায়মন্ড হারবার পৌরসভার কপাট হাটের বাসিন্দা চন্দন হালদারের বাড়ির লাগোয়া এলাকায় নারকেল গাছের গোড়ায় মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এককান দুকান হতে হতে এলাকায় ছড়িয়ে পড়ে,সেই অবস্থা দেখে চন্দন হালদারের পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানায় খবর দিলে,ঘনাস্থলে পৌঁছে যায় পুলিশ।মৃত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সূত্রের খবর ওই মৃতব্যক্তি ডাব বিক্রি করার সাথে,নারকেল ও ডাব চুরির অভ্যাস ছিল বলে জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেই নিয়ে ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ জানান, কপাট হাটের বাসিন্দা চন্দন হালদারের বাড়ির লাগোয়া ডাব গাছ ছিল, স্থানীয় ইঙ্কোয়ারিতে গিয়ে যতটুকু জানা যায়,সে চুরি করতে গিয়ে ছিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দুটো পা,বাম হাত,গলার হাড় ভেঙে গিয়েছিল,ডাক্তার যেটা বলেছে এটা উচো কোনো জায়গা থেকে পড়ে গেলে এমনটা ক্ষতি হয়। এই মৃত ব্যক্তির ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়,পড়ে মৃত ব্যক্তির বাড়ির লোক এসে বোডিটাকে ইডেন্টি ফাই করেছে। এখন ওই এলাকায় মৃতের পরিবারে মধ্যে শোকের ছায়া নেমে আসে।