
উদ্ধার হলো চুরি যাওয়া ল্যাপটপ
রিমা ঘোষ, আমতা, হাওড়া -: দু'একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বারবার পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল ওঠে, সমালোচনায় ভরিয়ে দেওয়া হয়। অথচ পুলিশ প্রশাসন যেভাবে দিনের পর দিন অপরাধ দমনে ও চুরির কিনারা করতে তাদের দক্ষতার পরিচয় দিয়ে চলেছে সেই খবর অধিকাংশ সময় চাপা থেকে যায়।
সম্প্রতি হাওড়ার আমতার সিরাজবাটী এলাকায় একটি বেসরকারি সার্ভিস সেণ্টার থেকে একটি ল্যাপটপ চুরি হয়। সংস্থার পক্ষ থেকে ঘটনার বিবরণ দিয়ে আমতা থানায় লিখিত অভিযোগ করলে তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমে তৎপরতার সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তকে চন্দননগর থানা এলাকা গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে সংশ্লিষ্ট সংস্থার মালিকের হাতে তুলে দেয়। চুরি যাওয়া ল্যাপটপ ফিরে পেয়ে মালিক খুব খুশি হন এবং পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরাধ দমনে হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ যে সদা সর্বদা সজাগ আছে এই ঘটনা তারই প্রমাণ।