‘আমাদের পাড়া, আমাদের সমাধান’- উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’- উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

       সরকারি পরিষেবাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের অভিনব প্রকল্প – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। দাবি করা হচ্ছে, শুধু এইদেশে নয়, সমগ্র বিশ্বে এই ধরনের কর্মসূচি এই প্রথম নেওয়া হচ্ছে। লক্ষ্য এলাকার বাসিন্দারা যাতে নিজ নিজ এলাকার ছোটবড় সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন। এরজন্য মোটামুটি ১৬ টি সাধারণ সমস্যাকে চিহ্নিত করা হয়েছে। 

        ৩০ আগস্ট আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। এই গুরুত্বপূর্ণ জনমুখী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এবং আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।

রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে নানা সরকারি পরিষেবা ও তাৎক্ষণিক সমস্যা সমাধানের ব্যবস্থা। আজকের শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুই মন্ত্রী ছাড়াও জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল  মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আসানসোল রবীন্দ্রভবনে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করে জামুরিয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসে এলাকাবাসীদের সমস্যার কথা শুনলেন মন্ত্রী শশী পাঁজা। এলাকার রাস্তাঘাট,  নিকাশী নালার প্রয়োজন রয়েছে বেশ কিছু অংশেই সেই দাবি করতে দেখা যায় এলাকাবাসীর এদিন এলাকার ২১১ ও ২১২ নাম্বার বুথ অঞ্চলের বাসিন্দারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন যেখানে অন্য সকল সমস্যার সাথেই এলাকায় যেসব কলকারখানা রয়েছে তার দূষণের বিষয় সম্পর্কেও জেনে অবাক হন মন্ত্রী। 

মন্ত্রী শশী পাঁজা জানান যে সকল সমস্যাগুলি এখানে তুলে ধরা হয়েছে তা অতি দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।

জামুড়িয়ার বাহাদুরপুরে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নামবলম, জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, অভিজিৎ ঘটক সহ আরো অনেকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )